০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
পদত্যাগ নয়, আইনি ভাবে মোকাবেলার দাবি

বিচারের মুখোমুখি নিউইয়র্ক সিটি মেয়র

শিবলী চৌধুরী কায়েস
  • আপডেট সময় : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮ বার পঠিত

আমেরিকা: ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় সময় বুধবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ আনা হয়।

তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন ৬৪ বছরের অ্যাডামস। কিন্তু তিনি ও তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একটি চক্র একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে তদন্তের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় তুরস্কের কাছ থেকে অবৈধ অনুদান নেওয়ার অভিযোগও রয়েছে।

মেয়র থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হওয়া নিউইয়র্কের ইতিহাসে প্রথম মেয়র অ্যাডামস। এ অবস্থায় অনেকে তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন। তবে পদত্যাগের কথা অস্বীকার করেছেন এ মেয়র। বুধবার তিনি এক ভিডিওতে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং মেয়র পদে দায়িত্ব পালন করে যাবেন। তিনি নিউইয়র্কের বাসিন্দাদের কাছে দোয়া চান এবং ধৈর্য ধারণ করতে বলেন।

যদিও তার বিরুদ্ধে পদত্যাগের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গ্রেফতার এড়াতে যে কোন সময় পদত্যাগ করতে পারেন মেয়র এরিক অ্যাডামস। যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিকে, মেয়র এরিক অ্যাডামসের প্রতারণা কিংবা তথ্য গোপনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন রাজ্য গভর্নর ক্যাথি হোকল। তিনি বলেন আমি নিউইয়র্ক স্টটে গভর্নরের পাশাপাশি ৮ মিলিয়ন নাগরিকের নিউইয়র্ক সিটিরও গভর্নর। তাই এ ক্লান্তিকালে আমি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

অভিবাসিদের স্বর্গরাজ্য খ্যাত বিশ্ব রাজধানী নিউইয়র্ক সিটির কোন মেয়র এই প্রথম কেন্দ্রীয় গোয়েন্দা জালে আটকা পড়েছেন। এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাও একই অভিযোগে চাকুরী থেকে অব্যাহতি নিয়েছেন। কেন্দ্রীয় সরকারে ডেমোক্রেট দলীয় ক্ষমতা থাকলেও আমেরিকার গণতন্ত্রের সৌন্দর্য এবং আইনের শাসন বজায় আছে বলেই নিজ দলের হয়েও রক্ষা পাচ্ছেন না মেয়র অ্যাডাম।

তিনি বলেন, তিনি এ ‘অন্যায়ের’ বিরুদ্ধে সর্বশক্তি ও স্বতঃস্ফূর্তভাবে লড়াই চালিয়ে যাবেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি পদত্যাগের কথাও অস্বীকার করেন।

ট্যাগ :

Please Share This Post in Your Social Media

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদত্যাগ নয়, আইনি ভাবে মোকাবেলার দাবি

বিচারের মুখোমুখি নিউইয়র্ক সিটি মেয়র

আপডেট সময় : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আমেরিকা: ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় সময় বুধবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ আনা হয়।

তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন ৬৪ বছরের অ্যাডামস। কিন্তু তিনি ও তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একটি চক্র একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে তদন্তের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় তুরস্কের কাছ থেকে অবৈধ অনুদান নেওয়ার অভিযোগও রয়েছে।

মেয়র থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হওয়া নিউইয়র্কের ইতিহাসে প্রথম মেয়র অ্যাডামস। এ অবস্থায় অনেকে তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন। তবে পদত্যাগের কথা অস্বীকার করেছেন এ মেয়র। বুধবার তিনি এক ভিডিওতে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং মেয়র পদে দায়িত্ব পালন করে যাবেন। তিনি নিউইয়র্কের বাসিন্দাদের কাছে দোয়া চান এবং ধৈর্য ধারণ করতে বলেন।

যদিও তার বিরুদ্ধে পদত্যাগের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গ্রেফতার এড়াতে যে কোন সময় পদত্যাগ করতে পারেন মেয়র এরিক অ্যাডামস। যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিকে, মেয়র এরিক অ্যাডামসের প্রতারণা কিংবা তথ্য গোপনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন রাজ্য গভর্নর ক্যাথি হোকল। তিনি বলেন আমি নিউইয়র্ক স্টটে গভর্নরের পাশাপাশি ৮ মিলিয়ন নাগরিকের নিউইয়র্ক সিটিরও গভর্নর। তাই এ ক্লান্তিকালে আমি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

অভিবাসিদের স্বর্গরাজ্য খ্যাত বিশ্ব রাজধানী নিউইয়র্ক সিটির কোন মেয়র এই প্রথম কেন্দ্রীয় গোয়েন্দা জালে আটকা পড়েছেন। এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাও একই অভিযোগে চাকুরী থেকে অব্যাহতি নিয়েছেন। কেন্দ্রীয় সরকারে ডেমোক্রেট দলীয় ক্ষমতা থাকলেও আমেরিকার গণতন্ত্রের সৌন্দর্য এবং আইনের শাসন বজায় আছে বলেই নিজ দলের হয়েও রক্ষা পাচ্ছেন না মেয়র অ্যাডাম।

তিনি বলেন, তিনি এ ‘অন্যায়ের’ বিরুদ্ধে সর্বশক্তি ও স্বতঃস্ফূর্তভাবে লড়াই চালিয়ে যাবেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি পদত্যাগের কথাও অস্বীকার করেন।